উয়েফা নেশন্স লিগ ড্র অনুষ্ঠিত, পর্তুগালের গ্রুপে ফ্রান্স, ক্রোয়েশিয়া

0
310

খুলনাটাইমস স্পোর্টস : আমস্টারডামে কাল অনুষ্ঠিত হয়েছে ২০২০-২০২১ উয়েফা নেশন্স লিগের ড্র। এবারের ড্র অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের সাথে গ্রুপে পর্বেই দেখা হচ্ছে ২০১৮ বিশ্বকাপ বিজয়ী ফ্রান্স ও রানার্স-আপ ক্রোয়েশিয়ার। লিগ-এ’র গ্রুপ-৩’র কঠিন গ্রুপে তাদের সাথে আরো রয়েছে সুইডেন। লিগ এ’র অপর তিনটি গ্রুপে রয়েছে যথাক্রমে গ্রুপ-১ : পোল্যান্ড, বসনিয়া-হার্জেগোভেনিয়া, ইতালি ও নেদারল্যান্ড, গ্রুপ-২ : আইসল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম ও ইংল্যান্ড এবং গ্রুপ-৪ : জার্মানী, ইউক্রেন, স্পেন ও সুইজারল্যান্ড। ২০১৮ সালে বিশ্বকাপের পরপরই প্রথমবারের মত আয়োজিত হয়েছিল নেশন্স লিগ যা সারা বিশ্ব ফুটবলে বেশ আলোড়ন তুলেছিল। যদিও প্রাথমিক ভাবে ব্যস্ত ক্যালেন্ডারে আরো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভবনা নিয়ে বেশ সংশয় ছিল। মূলত অর্থহীন প্রীতি ম্যাচগুলোর স্থানে শীর্ষ পর্যায়ের দেশগুলোকে নিয়ে আয়োজিত নেশন্স লিগ প্রথম আসরেই সফল হয়েছিল। প্রথম আসরেই নেদারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল শিরোপা জয় করে। নেশন্স লিগ ড্রয়ের ফর্মেট অনুযায়ী ১৬টি দল লিগ এ, বি ও সি’তে থাকবে। প্রতিটি লিগে চারটি দল চারটি গ্রুপে থেকে ড্রয়ে অংশ নিবে। এছাড়া সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে লিগ ডি। এখানে একটি গ্রুপে থাকবে চারটি দল ও আরেক গ্রুপে থাকতে তিনটি দল। ২০১৮/১৯ মৌসুমে নেশন্স লিগের র‌্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে বিভিন্ন পটে সাজানো হয়েছে। চলতি বছর ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে নেশন্স লিগ, ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২১ সালর ৬ জুন।
উয়েফা নেশন্স লিগের ড্র :
লিগ এ
গ্রুপ এ১ : নেদারল্যান্ড, ইতালি, বনসিয়া-হার্জেগোভেনিয়া, পোল্যান্ড
গ্রুপ এ২ : ইংল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, আইসল্যান্ড
গ্রুপ-এ৩ : পর্তুগাল, ফ্রান্স, সুইডেন, ক্রোয়েশিয়া
গ্রুপ-এ৪ : সুইজারল্যান্ড, স্পেন, ইউক্রেন, জার্মানী
লিগ বি
গ্রুপ বি১ : অস্ট্রিয়া, নরওয়ে, নর্দান আয়ারল্যান্ড, রোমানিয়া
গ্রুপ বি২ : চেক রিপাবলিক, স্কটল্যান্ড, স্লোভাকিয়া, ইসরাঈল
গ্রুপ বি৩ : রাশিয়া, সার্বিয়া, তুরষ্ক, হাঙ্গেরি
গ্রুপ বি৪ : ওয়েলস, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, বুলগেরিয়া
লিগ সি
গ্রুপ সি১ : আজারবাইজান, লুক্সেমবার্গ, সাইপ্রাস, মন্টেনেগ্রো
গ্রুপ সি২ : আর্মেনিয়া, এস্তোনিয়া, নর্থ মেসিডোনিয়া, জর্জিয়া
গ্রুপ সি৩ : মলডোভা, স্লোভেনিয়া, কসোভো, গ্রীস
গ্রুপ সি৪ : কাজাকস্তান, লিথুনিয়া, বেলারুস, আলবেনিয়া
লিগ ডি
গ্রুপ ডি১ : ফারো আইসল্যান্ড, লাটভিয়া, আনডোরা, মাল্টা
গ্রুপ ডি২ : জিব্রালটার, লিচটেনস্টেইন, সান মারিনো
প্রতিটি দল একে অপরের সাথে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। লিগ এ’র চারটি গ্রুপের বিজয়ী দল ২০২১ সালের জুনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে। এই চারটি দলের থেকেই ফাইনালের স্বাগতিক দেশ বেছে নেয়া হবে। লিগ বি, সি ও ডি বিজয়ী ক্রমান্বয়ে পরের ধাপে উন্নীত হবে। লিগ এ ও লিগ বি’র শেষ দলটি রেলিগেটেড হয়ে নীচে নেমে যাবে।