রোহিত শর্মাকে ৪৫ নম্বরের ক্লাব জার্সি উপহার দিল রিয়াল মাদ্রিদ

0
362

খুলনাটাইমস স্পোর্টস : ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মাকে ক্লাব জার্সি উপহার দিল স্প্যানিশ লা লীগার শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। লা লীগার শুভেচ্ছা দূত হিসেবে প্রিয় ফুটবল ক্লাবের (রিয়াল মাদ্রিদ) কাছ থেকে এ সম্মান লাভ করেছেন ভারতের ক্রিকেট তারকা। তার ক্রিকেট জার্সির নম্বরের সঙ্গে মিল রেখে ৪৫ নম্বর লেখা একটি ক্লাব জার্সি রোহিতকে হস্তান্তর করেছে রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে ক্লাবটি। ক্যাপশনে লেখা হয়, ‘বার্নব্যুতে রোহিত শর্মাকে পাওয়াটা দারুণ ব্যাপার।’ জবাবে রোহিত লিখেছেন, ‘হ্যালা মাদ্রিদ, অসাধারণ জয় এবং এরকম অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ।’ একই ছবি পোস্ট করে রোহিত তাঁর ইনস্টাগ্রামে লিখেন,‘এরকম অভিবাদনের জন্য ধন্যবাদ রিয়াল মাদ্রিদকে।’ রোহিত যে শুধু মাঠে বসে বার্সার বিপক্ষে রিয়ালের ২-০ গোলে জয় পাওয়া এল ক্লাসিকো দেখেছেন তা নয়, স্পেনের রাজধানীতে দারুন মজাও করেছেন। রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নব্যুতে বসে এল ক্লাসিকো দেখার পর ছবিও শেয়ার করেছেন। এ সময় লা লিগার ভারতীয় শুভেচ্ছা দূত রোহিত পালাসিও রিয়েলে শহর ঘুরে দেখেছেন। সেখানে তিনি দেখেছেন রয়্যাল প্যালেস, চকোলাতেরিয়া সানজিনস (যেখান থেকে ১৮৯৪ সাল থেকে চকলেট উৎপাদিত হয়) এবং প্লাজা মেয়র। এর পর তিনি মাঠে বসে এল ক্লাসিকো উপভোগ করেন। বার্নব্যুতে ৮১ হাজার দর্শকের সঙ্গে বিশ্ব ফুটবলের সবচেয়ে রোমঞ্চকর ম্যাচের উত্তাপ নিয়েছেন। তিনি আগেও জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কতটা ভক্ত। জিনেদিন জিদানের দল এই ম্যাচে শুধু জয়লাভ করেছে তা নয়, সেই সঙ্গে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। শর্মার মতো ভক্তের জন্য এর চেয়ে রোমঞ্চকর মুহুর্ত আর কিই বা হতে পারে। ব্রাজিলিয়ান টিনেজার ভিনিসিয়াস জুনিয়র ৭১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন। এর পর অতিরিক্ত সময়ে বদলী খেলোয়াড় মারিয়ানো দ্বিতীয় গোলটি করেন। রবিবার এল ক্লাসিকো পার্টির পর রোহিত টুইট করেন,‘বার্সেলোনাকে হারিয়ে লা লীগা তালিকার শীর্ষে জায়গা করে নিল রিয়েল মাদ্রিদ। সেখানে কিংবদন্তী ফুটবল তারকাদের সঙ্গেও দেখা হয় তার। যেটা তাঁর কাছে ছিল বাড়তি পাওনা। রোহিত লিখেন, ‘এল ক্লাসিকোর পার্টিতে এই খেলার বেশ কিছু মহান ব্যক্তির সঙ্গে দেখা হওয়াটা অসাধারণ।’ ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে টেস্ট সিরিজ খেলতে পারেননি রোহিত। সিরিজটি ০-২ ব্যবধানে হেরে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে হয়তো তাঁকে আবার দেখা যাবে স্বরূপে।