আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার জননী’ আখ্যায়িত করেছেন : প্রাণিসম্পদ মন্ত্রী 

0
477

ডুমুরিয়া প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা জননীর মতো তিনি সবাইকে ভালবাসেন। তাই তাকে আমেরিকার মাদার অব হিউমিনিটি মানবতার জননী বলে আখ্যায়িত করেছেন। মানবিক কারনে মিয়ানমারের নির্যাতিত প্রায় ১০ লাখ শরনার্থীকে দেশে আশ্রয় দেওয়ায় এ খেতাবে ভূষিত হন প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে ডুমুরিয়া মহাবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা আ’লীগের আয়োজনে দলের সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরউদ্দিন আল-মাসুদের সভাপতিত্বে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডুমুরিয়ায় উন্নয়নের জোয়ার বইছে। কৃষি, মৎস্য ও প্রাণি সেক্টরে ব্যাপক উন্নয়ন ও জঙ্গী দমনে সফলতা এনেছে বর্তমান সরকার। এক কথায় শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিত। এ উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য আমাদের ইউনিটি থাকার আহবান জানান তিনি।

এ সময় বক্তব্যদেন আ’লীগনেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহ ও শোভা রানী হালদার, বিশিষ্ট ব্যবসায়ী প্রফুল্ল রায়, আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, কাজী এমদাদ, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ও সুরঞ্জিত কুমার বৈদ্য, গোপাল চন্দ্র দে, প্রভাষক গোবিন্দ ঘোষ, শ্রমিক লীগ নেতা শেখ শওকত হোসেন, মোল্যা সোহেল রানা, প্রভাষক জিএম ফারুক হোসেন, শেখ ইকবাল হোসেন, সরদার মাসুদ রানা, মেহেদী হাসান বিপ্লব, কাজী মেহেদী হোসেন রাজা প্রমূখ। অনুষ্ঠানের আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণমন্ত্রী হয়ে ডুমুরিয়ায় প্রথম আগমন উপলক্ষে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, ডুমুরিয়া সাব-রেজিষ্ট্রি অফিস,মাধ্যমিক শিক্ষক সমিতি, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীকে গনসংবর্ধনা দেয়া হয়।