খুলনা কর অঞ্চলে আয়কর মেলার চারদিনে আয় সাড়ে ৮ কোটি টাকা

0
657

নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালে খুলনা কর অঞ্চলে আয়কর মেলার চার দিনে আদায় হয়েছিল ৪ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ২৪০ টাকা। গতবারের চেয়ে এবার মাত্র চার দিনে এর দ্বিগুন অর্থ আয় হয়েছে আয়কর মেলা থেকে।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মোঃ হাসানুর রহমান। তিনি জানান, চলতি বছর করদাতাদের উপস্থিতি আগের চেয়ে বেড়েছে। গত চার দিনে খুলনা কর অঞ্চলে ৮ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ১৭৫ টাকা আদায় হয়েছে।
মোঃ হাসানুর রহমান আরও জানান, আয়কর মেলার চতুর্থ দিনে খুলনা জেলায় সেবা গ্রহণ করেছেন ২৬৩০ জন। রিটার্ণ দাখিল করেছেন ১৩৮৩ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ৩৫ জন। আয়কর জমা হয়েছে ৫৫ লাখ ৪০ হাজার ৮ শত ৬ টাকা।
যশোর জেলায় সেবা গ্রহণ করেছেন ১৭৩৫ জন। রিটার্ণ দাখিল করেছেন ১০২৫ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ২৯ জন। আয়কর জমা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৫ শত টাকা।
বাগেরহাট জেলায় সেবা গ্রহণ করেছেন ১২০০ জন। রিটার্ণ দাখিল করেছেন ৫২৯ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ১১ জন। আয়কর জমা হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৮ শত ৯০ টাকা।
সাতক্ষীরা জেলায় সেবা গ্রহণ করেছেন ১৭৮৭ জন। রিটার্ণ দাখিল করেছেন ৯৩৮ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ৩০ জন। আয়কর জমা হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৮ শত ৩৫ টাকা।
মেহেরপুর জেলায় সেবা গ্রহণ করেছেন ৭২২ জন। রিটার্ণ দাখিল করেছেন ১৭২ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ২ জন। আয়কর জমা হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৫ শত ১১ টাকা।
চুয়াডাঙ্গা জেলায় সেবা গ্রহণ করেছেন ৮৫০ জন। রিটার্ণ দাখিল করেছেন ৪১০ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ১৫ জন। আয়কর জমা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৭ শত ৮৬ টাকা।
ঝিনাইদহ জেলায় সেবা গ্রহণ করেছেন ৭৯৭ জন। রিটার্ণ দাখিল করেছেন ৫৬১ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ১৪ জন। আয়কর জমা হয়েছে ১৩ লাখ ৯৫ হাজার ৫ শত ৭৫ টাকা।
কুষ্টিয়া জেলায় সেবা গ্রহণ করেছেন ১০৫০ জন। রিটার্ণ দাখিল করেছেন ৬৪০ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ২০ জন। আয়কর জমা হয়েছে ৩৫ লাখ ৩১ হাজার ৫ শত ২০ টাকা।
নড়াইল জেলায় সেবা গ্রহণ করেছেন ৭২৩ জন। রিটার্ণ দাখিল করেছেন ২৮৫ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ৬ জন। আয়কর জমা হয়েছে ১১ লাখ ৪১ হাজার ৮ শত ৭৯ টাকা।
মাগুরা জেলায় সেবা গ্রহণ করেছেন ১০৫০ জন। রিটার্ণ দাখিল করেছেন ৫২৫ জন। নতুন ইটিআইএন গ্রহণ করেছেন ১০ জন। আয়কর জমা হয়েছে ৯ লাখ ৮৫ হাজার ১ শত ৭৯ টাকা।
সর্বমোট দশটি জেলায় শুক্রবার সেবা গ্রহণ করেছেন ১২ হাজার ৫৪৪ জন। এদের মধ্যে রিটার্ণ দাখিল করেছেন ৬৪৬৮ জন। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১৭২ জন। রি-রেজিস্ট্রেশন গ্রহণ করেছেন ১ জন। মোট আয় হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৪৮১ টাকা।