অলিম্পিকের ‘টর্চ রিলে’ থেকে সরে গেলেন বিশ্বকাপজয়ী নাহোমি কাওয়াসুমি

0
253

খুলনাটাইমস স্পোর্টস : ২০২০ টোকিও অলিম্পিকের টর্চ রিলে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাপানের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার নাহোমি কাওয়াসুমি। করোনাভাইরাসে নিজে আক্রান্ত হওয়ার অথবা অন্যান্যের সংক্রমিত করার ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাপানের ২০১১ নারী বিশ্বকাপ জয়ে অবদান রাখা কাওয়াসুমি দেশটিতে বেশ হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে পরিচিত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। খেলেন নিউ জার্সির স্কাই ব্লুর হয়ে। এর কাছাকাছি শহর নিউ ইয়র্কে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সোমবার টুইট বার্তায় অলিম্পিকের টর্চ রিলে থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান কাওয়াসুমি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে অলিম্পিক বা এর সঙ্গে সম্পর্কিত ইভেন্টে অংশগ্রহণ নিয়ে শঙ্কার কথা জানানো সবশেষ সংযোজন হলেন কাওয়াসুমি। আগামী ২৪ জুলাই থেকে ৯ অক্টোবর জাপানের টোকিও শহরে হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। তবে গত কয়েক দিনে প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার পক্ষে জোরালো দাবি উঠেছে। ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে নিজেদের অ্যাথলেটদের সরিয়ে নিয়েছে কানাডা। এ বছরের আসর পিছিয়ে দেওয়া হবে কি-না, আগামী চার সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে রোববার জানায় অলিম্পিক কমিটি।