বন্ধ হলো হকি ও ভলিবল ফেডারেশন

0
243

খুলনাটাইমস স্পোর্টস : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশ হকি ফেডারেশন ও ভলিবল ফেডারেশন তাদের কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, তাদের কার্যক্রম সীমিত করার কথা। বিওএ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী তাদের কার্যক্রম ২৩ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে এবং দাপ্তরিক জরুরি কার্যক্রম চালানোর জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি সীমিত করা হয়েছে। ভলিবল ফেডারেশনও তাদের বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যালয় বন্ধের সিদ্ধান্ত জানায়। জরুরি কার্যক্রম ই-মেইলের মাধ্যমে পরিচালনার কথাও জানিয়েছে সংস্থাটি। আগের দিন হকি ফেডারেশন আগামী ৩১ মার্চ পর্যন্ত ফেডারেশনের কার্যালয় বন্ধের ঘোষণা দেয়। এ সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলা স্থগিত এবং দাপ্তরিক কার্যক্রম (একান্ত প্রয়োজনীয় ব্যতীত) ঘরে বসে অনলাইনের মাধ্যমে সম্পাদনের সিদ্ধান্তও নেয় হকি ফেডারেশন।