0
1587

খবর বিজ্ঞপ্তি:
সারা দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের তিন দিনের ডেঙ্গু বিরোধী কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনামূলক পরিষ্কার ও পরিছন্নতা অভিযান করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় হতে নগরীতে ডেঙ্গু বিরোধী জনসচেতনা র‌্যালি ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। র‌্যালিপূর্ব সমাবেশে সভপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। তিনি তার বক্তব্য বলেন “ডেঙ্গু সমস্যা বর্তমানে বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের সচেতন হওয়ার বিকল্প নাই, আমাদের বাস্থস্থানের আশপাসের ঝোপঝাড় ও ড্রেনেজ পরিস্কার পরিছন্ন রাখতে হবে, দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি টাঙ্গাতে হবে, কোথাও পানি জমলে ৫ দিনের বেশী যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, ডেঙ্গু রোগে অতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাথে সাথে খুলনাবাসীকে বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার আহবান জানান।” মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল এর সঞ্চলনায় ডেঙ্গু বিরোধী জনসচেতনায় র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর আওয়ামী লীগ নেতা বাবু শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, হাফেজ মোঃ শামিম, মাহাবুবুর রহমান বাবলু মোল্লা, হাসান ইফতেখার চালু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, অসিত বরণ বিশ্বাস, চৌধুরি রায়হান ফরিদ, শফিকুর রহমান পলাশ, আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরি ময়না, শেখ মোঃ আবিদ উল্লাহ, শেখ মোঃ ফারুখ হোসেন, ফেরদৌস হোসেন লাবু, মইনুল ইসলাম নাসির, চৌধুরি মিনহাজুজ্জামান সজল, শেখ মোশাররফ হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, গোপাল সাহা, মহাসিনুর রহমান আফরোজ, মোঃ শিহাব উদ্দীন, আলমগীর সরদার, আল মাসুম খান, শাহীন আলম, রুমান আহমেদ প্রমুখ।