স্বজনের উদ্যোগে খুলনায় স্বরসতী পূজা উদযাপিত

0
414

খবর বিজ্ঞপ্তি: এই প্রথম খুলনায় সাংবাদিকদের উদ্যোগে স্বরসতী পুজা উদযাপিত হলো। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের আলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে স্বজন সাংবাদিক ফোরাম এই পুজার আয়োজন করে। খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে পূজার উদ্বোধন করেন।
পূজায় স্বজন পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, রাজননৈতিক নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী নেতৃবৃন্দ, পূজা পরিষদ, ঐক্যপরিষদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অঞ্জলি প্রদান এবং বিশ^ শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এর আগে সাংস্কৃতিক সংগঠন ইয়োথ কয়ারের পরিবেশনায় শ্রীশ্রী স্বরসতীদেবীর বন্দনা নৃত্য পরিবেশ করেন শিল্পীরা।
পুজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজনের উপদেষ্ঠা মল্লিক সুধাংশু। সঞ্চালনা করেন সদস্য সচিব সুনীল দাস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে এ সময়ে উপস্থিত ছিলেন স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ আলী খান ও ফারুক আহমেদ, আওয়ামীলীগ নেতা শ্যামল সিংহ রায়, পিডাব্লিউডির অতিরিক্ত প্রধান ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার বসু, পুজা পরিষদের নেতা গোপী কিষাণ মুন্দ্রা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, গৌতম লস্কর, সিনিয়র সাংবাদিক অমল সাহা, শেখ আবু হাসান, অরুণ সাহা, অমিয় কান্তি পাল, সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, ব্যবসায়ী মুক্তি দাস, খুলনা টিভি রিপোর্টর্স ইউনিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শিক্ষাবিদ সঞ্জিব ঘোষ, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলম, হাসান আহমেদ মোল্যা, মহানগর ঐক্য পরিষদের নেতা বীরেন্দ্র নাথ ঘোষ, জেলা ঐক্য পরিষদের নেতা রতন কুমার মিত্র, বিএফইউজের সাবেক নেতা আসাদুজ্জামান রিয়াজ, ব্যবসায়ী সমীর সাহা, রতন দেবনাথ, বিশ^জিত দেব মিঠু, শংকর ভৌমিক, স্বজন সদস্য দেবব্রত রায়, মনোজ মজুমদার, দীলিপ বর্মণ, পলাশ দত্ত, রীতা রানী দাস, কানাই মন্ডল, ড্যানিয়েল সুজিত বোস, বিমল সাহা, মৌমিতা রায়, রিংকু মল্লিক, রিংটন মন্ডল, ইন্দ্রজিত টিকাদার, সুমন্ত চক্রবর্তী, ভাস্কর বিশ^াস, সমীর, অভিষেক মল্লিক, নমিতা রায়সহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।