সেই নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা অধিদফতর

0
214

টাইমস ডেস্ক:
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-১ সড়কে কাপড়ের শপিং ব্যাগ থেকে উদ্ধার সেই নবজাতককে সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সমাজসেবা অধিদফতরের কাছে নবজাতককে হস্তান্তর করে শিশু হাসপাতাল কর্ত”পক্ষ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল আহসান বিপুল জানান, গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সমাজসেবা অধিদফতরের কাছে নবজাতককে হস্তান্তর করা হয়। সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ইসরাত জাহান ভূঁইয়া শিশুটিকে গ্রহণ করেন। ডা. বিপুল বলেন, ঢাকা শিশু হাসপাতালে নবজাতককে ভর্তি করার পর থেকেই আমাদের কাছে প্রচুর ফোন আসে দত্তক নেয়ার জন্য। কিš’ আমরা নিয়মানুযায়ী নবজাতককে সমাজসেবা অধিদফতরের কাছে হস্তান্তর করেছি। আবাসিক চিকিৎসক বলেন, মো. আল হোসাইন নামকরণ করা ওই নবজাতককে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন ওজন ছিল দুই কেজি ৬০০ গ্রাম। এখন তার ওজন ২ কেজি ৯০০ গ্রাম, শারীরিকভাবে মোটামুটি সু¯’ নবজাতকটি। মাজসেবা অধিদফতরের কর্মকর্তা ইসরাত জাহান জানান, অধিদফতর নিয়ন্ত্রিত আজিমপুর শিশু নিবাসে শিশুটিকে রাখা হবে। গত বুধবার বিকেল সাড়ে ৫টায় খিলক্ষেত থানার নিকুঞ্জ-১ এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা কাপড়ের শপিং ব্যাগের ভেতর একটি ছেলে নবজাতক দেখতে পায় কর্তব্যরত সার্জেন্ট। পরে নবজাতককে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়।