সাংবাদিক বিমল সাহা’র সুস্থতা কামনায় বিবৃতি

0
439

বিজ্ঞপ্তি : খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাংবাদিক বিমল সাহা’র সুস্থতা কামনা করে বিবৃতি দেয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত বিমল সাহা’র দ্রুত সুস্থতা কামনায় এসোসিয়েশনের পক্ষ থেকে সকলের প্রতি দোয়া কামনা করা হয়। তাকে চিকিৎসার জন্য শনিবার (১০ নভেম্বর) সকালে ভারতের উদ্দেশ্যে নেয়া হবে।
তার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিবৃতিদাতারা হলেন, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি এইচ এম আলাউদ্দিন, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সহ-সভাপতি ডি এম রেজা সোহাগ, সহ-সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী, কোষাধ্যক্ষ এম এ জলিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর, সুমন আহমেদ, আহমদ মুসা রঞ্জু, কামরুল হোসেন মনি।