শুটিং শুরু করলেন জ্যোতি

0
276

টাইমস বিনোদন:
বাঘা’র ডাকে শুটিং শুরুÑ কথাগুলো হয়তো অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে। কারণ ‘বাঘা’ শব্দটি উচ্চারণ করলেই মানসপটে ভেসে ওঠে হিং¯্র কোনো প্রাণীর মুখ। কিন্তু এক্ষত্রে ঘটেছে উল্টো ঘটনা। বাঘা একটি মোরগের নাম। ইট-কাঠের নগরীতে মোরগের ডাকে ঘুম না ভাঙলেও, গ্রামে এখনো মোরগের ডাকে ঘুম ভাঙে অনেকের। আর এই বাঘা অর্থাৎ মোরগের ডাক শুনতে শুনতে ভোরবেলায় শুটিং শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জ্যোতি বলেনÑমোরগের ডাকে যেমন দিনের প্রথম প্রহর শুরু হয়, তেমনি আজ আমরা বাঘা’র ডাকে শুটিং শুরু করেছি। গুণী নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুটি’ চলচ্চিত্রের শুটিং ১ অক্টোবর জ্যোতির নিজ এলাকা গৌরিপুরে শুরু হয়েছে। সরকারি অনুদানে নির্মাণাধীন এই চলচ্চিত্রের কাজ বহু বছর আটকে ছিল। অবশেষে নতুন উদ্যোমে শুটিং শুরু করেছেন নির্মাতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মফস্বল এলাকার মানুষের গল্প নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। এতে দীপালি সাহা নামে মফস্বলের এক তরুণীর চরিত্রে তাকে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন দীপক সুমন। ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই।