শিরোমনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

0
214

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
নগরীর শিরোমণি শিল্পাঞ্চল ও ফুলবাড়ীগেট বাজারে ভোক্তা অধিদপ্তরের পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে। ৩ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় শিরোমণি শিল্পনগরী ও ফুলবাড়ীগেট বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময়ে শিল্পনগরী মিতালী ফুড ইন্ডাষ্ট্রিজে পাউরুটিতে উৎপাদনের তারিখ অপ্রীম এবং এমআরপি না থাকায় ১০ হাজার টাকা ও শিরোমণি বাজার রফিক ফল এন্ড বেকারীতে কসমেটিকস এর মেয়াদ উত্তীর্ণ এবং এমআরপি না থাকায় ৩ হাজার টাকা এবং ফুলবাড়ীগেট দারোগা বাজার রোডে রাকিব রাফিন ফার্মের্সীতে ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের জন্য ২ হাজার টাকা, ন্যাশনাল ড্রাগ হাউসে ৩ হাজার টাকা এবং চা ঘরকে নি¤œ মানের চা বিক্রি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলম এর নেতৃতে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এ সময় তাদেরকে ৩ আর্মড ব্যাটালিয়নের এএসআই আমিরুল ইসলামের সহযোগীতায় শম্পা রাণী, নাহিদ, শাহেদ, শাহাদতসহ ফোর্সগণ উপস্থিত ছিলেন।