শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক

0
274

খুলনাটাইমস ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ শেখ সাদি নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। আটকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। বুধবার মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকা থেকে এই স্বর্ণ আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন আজ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে (এমএইচ-১৯৬) নম্বর ফ্লাইটটি ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন শেখ সাদি। তিনি শাহজালাল বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল পার হবার সময় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা তার শরীর, ব্যাগ ও লাগেজ তল্লাশি চালিয়ে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ তাকে আটক করে। জব্দকৃত স্বর্ণ কাস্টমস’র হেফাজতে রয়েছে। শেখ সাদিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।