রিয়াদ চুক্তি ইয়েমেন সংকট সমাধানে কোনো ভূমিকা রাখবে না: ইরান

0
235

খুলনাটাইমস ডেস্ক: ইয়েমেনের পলাতক পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সঙ্গে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তৎপর কিছু গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে যে চুক্তি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এ ধরনের চুক্তি স্বাক্ষর করে ইয়েমেন সমস্যার সমাধান করা যাবে না। মঙ্গলবার সৌদি আরবের তাবেদার পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত কিছু গোষ্ঠী এবং সংযুক্ত আরব আমিরাতের অনুগত ইয়েমেনের কথিত ‘দক্ষিণ অন্তর্বর্তী পরিষদ’র মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল বুধবার তেহরানে বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষিণ ইয়েমেনের ওপর সৌদি আরব ও তার মিত্রদের দখলদারিত্ব পাকাপোক্ত করার লক্ষ্যে এই চুক্তি সই করা হয়েছে।
তিনি আরো বলেন, ইয়েমেনের সচেতন জনগণ সব সময় দখলদার শক্তির বিরুদ্ধে লড়াই করেছে; কাজেই তারা এবারও তাদের দেশের দক্ষিণাঞ্চলের ওপর দখলদার শক্তিকে নিয়ন্ত্রণ আরোপ করতে দেবে না।