রামপালে বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন

0
416
????????????????????????????????????

রামপাল প্রতিনিধি: রামপালে বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তর থেকে বরাদ্দকৃত ঢেউ টিন ও নগদ অর্থ শনিবার সকাল ১০টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এ টিন ও নগদ অর্থ তুলে দেন। এ সময় ৪৩টি পরিবারের মাঝে ২বান করে মোট ৮৬বান টিন দেয়া হয়। পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে ৬০০০টাকা করে মোট ২লক্ষ ৫৮হাজার টাকার চেক বিতরন করা হয়। এর পূর্বে রামপালে ও বুলবুলে ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মধ্যে ২বান করে মোট ২৪০বান ঢেউ টিন এবং ৭লক্ষ ২০হাজার টাকার চেক দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক সেখ সাদি, ছাত্রনেতা উত্তম চক্রবর্তী প্রমুখ।