রামপালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে সরস্বতী পূজা

0
376

রামপাল প্রতিনিধি: রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শাস্ত্রীয় বিধি মেনে প্রতি বছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ বছর বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পঞ্চমী তিথি স্থায়ী হয়েছিলো। তাই বিদ্যার্থীরা ও সনাতন ধর্মালম্বীরা উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে বাগদেবীর অর্চনায় ব্রতী হয়। সরকারী রামপাল কলেজ, সুন্দরবন মহিলা ডিগ্রি কলেজ, সগুনা মাধ্যমিক বিদ্যালয়, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব,ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় গিলাতলা,হুড়কা,রাজনগর সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেবীর অর্চনা করা হয়। শ্রদ্ধা,ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতির সফলতার জন্য দেবী চরনে অর্ঘ্য ও পুস্পাজ্ঞলী নিবেদনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে। সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছেন। বিদ্যালয়ের ছেলেমেয়েরা যাতে নিবির্ঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তার জন্য আমি সার্বিক সহযোগীতা করেছি। সরস্বতী পূজা সনাতন ধর্মালম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।