রাঙামাটিতে মধ্যরাতে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ

0
148

টাইমস ডেস্ক:
রাঙামাটির বাঘাইছড়িতে থেমে থেমে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত আনুমানিক ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রচন্ড গুলির শব্দ শোনা যেতে থাকে উপজেলার তালুকদার পাড়া ও বাবুপাড়া এলাকা থেকে। বাঘাইছড়ি থানা পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কাদের মধ্যে, কেনও এই বন্দুকযুদ্ধ সেই সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেননি বাঘাইছড়ি থানা পুলিশ। থানার কর্মকর্তা ইনচার্জ মো. আশরাফউদ্দিন জানান, রাতে প্রায় এক ঘণ্টা ধরে আমরাও প্রচন্ড গুলির শব্দ শুনতে পেয়েছি। কিন্তু এত রাতে সেখানে যাওয়া সম্ভব হয়নি এবং কোনও হতাহতের খবরও তাৎক্ষণিক পাওয়া যায়নি। সকালে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন শেষে বিস্তারিত জানতে পারবো। তবে স্থানীয়া জানিয়েছেন, গত শুক্রবার রাতে উপজেলার বাবুপাড়া ও তালুকদার পাড়ার মধ্যবর্তী স্থানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা শুনেছি। এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা নিশ্চিত করতে পারেনি সূত্রটি। এই বিষয়ে যোগাযোগ করেও আঞ্চলিক দলগুলোর কোনও দায়িত্বশীল মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় পাহাড়ি এই উপজেলায় বিবাদমান চারটি আঞ্চলিক দলের উপস্থিতিই রয়েছে। ফলে প্রায়ই এখানে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার সময় সরকারি গাড়ি বহরে সশস্ত্র হামলায় ৮ জন সরকারি কর্মচারী মারা যান। বর্তমানে এই উপজেলায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা)’র কেন্দ্রীয় নেতা সুদর্শন চাকমা। এর আগের চেয়ারম্যান ছিলেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বড় ঋষি চাকমা।