যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা: ড. রুহানি

0
149

টাইমস ডেস্ক:
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে ইরানের মোকাবেলায় আইন মেনে চলতে বাধ্য করা হবে। তিনি শনিবার তেহরানে ইরানের করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন। রুহানি বলেন, “ইরানি জাঁতি প্রতিরোধ ও ধৈর্যের মাধ্যমে প্রতিপক্ষকে আইন অনুসরণে বাধ্য করবে। তিনি বলেন,নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো মারাত্মক ভুল করছে। কিন্তু ইরানি জাঁতি হোয়াইট হাউসের অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবেলায় নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছে এবং দৃঢ়তা প্রদর্শন করেছে। এত দিনে হোয়াইট হাউসের বুঝা উচিত তারা কোনভাবেই তাদের অশুভ লক্ষ্য-উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাদের এখন আইনের পথে ফিরে আসা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে এবং বর্তমান প্রেসিডেন্টের বিদায় প্রায় নিশ্চিত তখন তিনি এসব মন্তব্য করলেন। করোনা মহামারীর কারণে সৃষ্ট সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিত করতে আরও বেশি ব্যবস্থা নিতে হবে। করোনা মোকাবেলায় ধর্ম ও মানবতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি নিয়মিত মাস্ক পরলে এবং ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ অনুসরণ করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। সম্প্রতি ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।