যুক্তরাষ্ট্রের তিন শহরে বন্দুক হামলায় নিহত ৯

0
102
যুক্তরাষ্ট্রের তিন শহরে বন্দুক হামলায় নিহত ৯

টাইমস বিদেশ : যুক্তরাষ্ট্রের তিনটি শহরে পৃথক বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন ২৬ জন মানুষ। গত শনিবার রাতে এবং রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার সংবাদ মাধ্যম একথা জানায়। সংবাদ মাধ্যম জানায়, শনিবার রাতে ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাদের সেই ঝগড়া বন্দুক যুদ্ধে পরিণত হয়। এতে তিন ব্যক্তি নিহত ও ১২ জন আহত হন। এছাড়া একই দিন মধ্যরাতে টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে বন্দুক হামলায় তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১৪ জন। এদিকে গত রোববার ভোরের দিকে মিশিগানের সাগিনাওয়ে হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। পুলিশের বিবৃতিকে উদ্ধৃত করে ডবিøউইওয়াইআই টেলিভিশন একথা জানায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলায় ১৯ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়। এ ছাড়া গত কয়েকদিনে হামলা হয়েছে দেশটির নিউ ইয়র্কের বাফেলো, ওকলাহোমার তুলসা শহর ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। এসব হামলায় কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা