যশোরের শার্শা হতে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ ২ জন গ্রেফতার

0
251

খুলনাটাইমস প্রতিবেদক:
যশোরের শার্শা হতে অবৈধভাবে আমাদানী নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আটকৃত আসামীর নিকট থেকে ৪ টি সাদা রংঙের প্লাষ্টিক বস্তার মধ্যে রক্ষিত ভারতীয় তৈরী ঔষধ সর্বমোট পাঁচ হাজার পাঁচ’শ চার পাতা, প্রতিটি পাতায় পঞ্চাশ টি ট্যাবলেট, মোট ট্যাবলেটের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ২’শ পিচ, যার মূল্য ভারতীয় রুপিতে ২ লক্ষ ৭৫ হাজার ২’শ।
মঙ্গলবার (১ সেপ্টম্বর) রাতে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীর বাগআচড়া ইউনিয়ানের টেংরা সাকিনস্থ মাকলা চৌরাস্তায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ জাহিদুল আলী (৩১) ও মোঃ আব্দুল আজিজ (৩৮) কে আটক করে। আটকৃত আসামী উভয় যশোর জেলার শার্শা থানার শিবনাথপুর এলাকার মৃত আবুল হোসেন ও মোঃ আনছার আলীর পুত্র।
আসামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।