মোশাররফ করিমের বানানো মূর্তিতে সবাই মুগ্ধ

0
304

খুলনাটাইমস বিনোদন: পাল বংশের ছেলে অশোক খুব মনোযোগ দিয়ে মূর্তি বানাতে থাকেন। তার বানানো মূর্তি এলাকায় হিন্দু সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয়। পূজা পার্বনে যে কোনো কারণে মূর্তির জন্য সবাই অশোকের কাছেই ছুটে আসে। এই অশোক এলাকার ধনাঢ্য পরিবারের মেয়ে অলোকাকে সে ভালোবাসে। কিন্তু অলোকা কোনোভাবেই তাকে পাত্তা দেয় না। এরইমধ্যে এলাকার সাধন অশোকের কাছে আসে তার ভালোবাসার মানুষের ছবি নিয়ে একটি মূর্তি বানিয়ে দেয়ার জন্য। হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে তিনি মূর্তি বানিয়ে রেখে দেবেন চোখের সামনে। এতেই অশোকের জন্য ঘটে বিপত্তি। ভালোবাসার মানুষের মূর্তি বানিয়ে রাখা যায়? এই চিন্তা থেকে অশোক তার ভালোবাসার মানুষ অলকার মূর্তি বানাতে থাকে। একসময় যে মূর্তিই বানাতে যায় অশোক, সেখানেই অলকাকে সে আবিষ্কার করতে থাকে। ছেলের এমন উদাস অবস্থা দেখে বাবা তাকে বিয়ে করিয়ে দেয়। ঘরে আসে সুন্দরী বউ কল্যাণী। বউয়ের প্রতি অশোকের তেমন মনোযোগ নেই বললেই চলে। তাই বলে বউ কল্যাণী তার স্বামী সেবা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। ঠিকই সে স্বামীর জন্য রান্নাবান্না করা থেকে শুরু করে সময় মতো সবকিছু নিয়ে অশোকের সামনে হাজির হয়। একদিন রাতের বেলা অশোক অলকার একটি মূর্তি বানাতে থাকে, সেটা সে দেখে ফেলে কল্যাণী। এরপরই গল্পের মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকে ভিন্ন রকম সব ঘটনা। এমনি গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘পুতুলের সংসার’। মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি পাল বাড়িতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। মো. জুয়েল ইসলামের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য করেছেন সেরেনিওয়াবত শাওন। মাসুদ আল জাবেরের পরিচালনায় নাটকটিতে অশোক চরিত্রে মোশাররফ করিম, কল্যাণীর চরিত্রে নুসরাত জান্নাত রুহী, অলকার চরিত্রে মিম মানতাসা ও সাধনের চরিত্রে ওয়াহিদ ইকবাল মার্শাল অভিনয় করেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন জাহাঙ্গীর, চাঁদনী প্রমুখ। নাটকটি পূজার বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচারের কথা রয়েছে।