মেলবোর্ন স্টার্সকে হারিয়ে বিগ ব্যাশ লিগের শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স

0
285

খুলনাটাইমস স্পোর্টস : বৃষ্টি বিঘ্নিত ফাইনালে মেলবোর্ন স্টার্সকে ১৯ রানে পরাজিত করে দ্বিতীয়বারের মত বিগ ব্যাশ লিগের শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স। ২০১১-১২ সালে প্রথম আসরেই সিডনি শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছিল। বৃষ্টির কারনে ম্যাচের দৈর্ঘ্য ১২ ওভারে নামিয়ে আনা ফাইনালে ১১৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের স্টার্স ৬ উইকেটে মাত্র ৯৭ রান সংগ্রহ করে। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পরাজিত হলো মেলবোর্ন স্টার্স। গত বছর তারা মেলবোর্ন রেনেগেডসের কাছে পরাজিত হয়েছিল। বিশ্বের অন্যান্য টি-২০ ইভেন্টের মত বিবিএল সূচীতে ফাইনালের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি। যে কারনে ম্যাচটি যদি মাঠে না গড়াতো তবে স্বাগতিক হিসেবে সিডনি সিক্সার্সকে বিজয়ী ঘোষনা করা হতো। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ওপেনার জোস ফিলিপসের দুর্দান্ত ৫২ রানে ভর করে সিডনি ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন ২৯ বলে ৩টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করা ফিলিপস। ম্যাক্সওয়েল ও এ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নিয়েছেন। জবাবে নাথান লিঁও ও স্টিভ ও’কিফের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্টার্সের ইনিংস ৯৭ রানেই গুটিয়ে যায়। লিঁও ১৯ রানে ও ও’কিফ ২৭ রানে দুটি করে উইকেট নিয়েছেন। নিক লারকিন ৩৮ রানে অপরাজিত ছিলেন।