কোপা ডেল রে’তে বার্সা, রিয়ালের জয়

0
382

খুলনাটাইমস স্পোর্টস : কোপা ডেল রে’তে বুধবার লা লিগায়র দুই হেভিওয়েট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নিজ নিজ ম্যাচে জয় তুলে নিলেও তৃতীয় টায়ারের দুটি দলের বিপক্ষে উভয় দলকেই বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রতিপক্ষ ইবিজার থেকে ৪৪ ধাপ উপরে থাকা বার্সেলোনা ২-১ গোলে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে। অন্যদিকে ৫৬ ধাপ এগিয়ে থাকা মাদ্রিদ ইউনিওনিসটাসের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। বার্সেলোনা শিবিরে কাল বিশ্রামে ছিলেন লিওনের মেসি, এমনকি বদলী বেঞ্চেও তিনি ছিলেন না। আর তাই নিজেকে প্রমানের দায়িত্ব পড়েছিল ফ্রেঞ্চম্যান আঁতোয়া গ্রীজম্যানের ওপর। দ্বিতীয়ার্ধে তার দুই গোলেই বার্সার জয় নিশ্চিত হয়। এর মধ্যে জয়সূচক গোলটি হয়েছে ৯৪ মিনিটে। ক্যান মিসেসে ইবিজাকে স্বপ্নের শুরু এনে দিয়েছিলেন পেপ কাবালে। জাভি পেরেজের ক্রস থেকে স্প্যানিশ এই মিডফিল্ডারের গোলে ৯ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। ৭২ মিনিটে ফ্রেংকি ডি জংয়ের রিভার্স পাস থেকে গ্রীজম্যান ম্যাচে সমতা ফেরান। ম্যাচ শেষে বার্সা কোচ কিকে সেতিয়েন বলেছেন, ‘গোল করে তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। ঐ মুহূর্তে আমরা কিছুটা নার্ভাস হয়ে পড়ি, বারবার তাদের কাছে পজিশন হারাতে থাকি। সব মিলিয়ে ম্যাচটা মোটেই সহজ ছিলনা।’ মাদ্রিদের জন্য ম্যাচটা ছিল আরো বেশী অস্বস্তিকর। ১৮ মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। ইনজুরি ও অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরা বেল গত ১ সেপ্টেম্বরের পর এই প্রথম গোল পেলেন। কিন্তু ৫৭ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় আলভারো রোমেরোর অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক ইউনিওনিসটাস। যদিও তাদের এই উৎসব মাত্র পাঁচ মিনিট স্থায়ী ছিল। ৬২ মিনিটে হুয়ান গনগরার আত্মঘাতি গোলে ম্যাচে সমতায় ফিরে গ্যালাকটিকোরা। ইনজুরি টাইমে ব্রাহিম দিয়াজের গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়। মাদ্রিদ বস জিনেদিন জিদান বলেছেন, ‘বেলের গোঁড়ালিত আবারো হালকা আঘাত লেগেছে। তবে এখনই এ ব্যপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।’ দুটি ম্যাচেই শেষ বাঁশি বাজার সাথে সাথে স্বাগতিক সমর্থকরা তাদের দলগুলোকে উৎসাহিত করতে ভুল করেনি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মত বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবের বিপক্ষে মাঠে নামাটাই যেন তাদের জন্য একটি স্বপ্নের মত ছিল। ২০১৩ সালে নিজেদের অবস্থান জানান দেয়া ইউনিওনিসটাসের কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। ইবিজার ইতিহাস তো আরো নতুন। ২০১৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হবার পর তিন বছর আগেও তারা পঞ্চম টায়ারের দল ছিল। গ্রীজম্যান শেষ মুহূর্তে বার্সাকে রক্ষা করেছে ঠিকই। কিন্তু ম্যাচটি নতুন কোচ সেতিয়েনের জন্য সম্মান রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। রোববার গ্র্যানাডার বিপক্ষে লা লিগায় জয় দিয়ে বার্সার কোচ হিসেবে অভিষেক হয়েছে সেতিয়েনের। আর দ্বিতীয় ম্যাচে নীচু সারির ইবিজার কাছে ম্যাচের ভাগ্য অন্যরকম কিছু হলে তা সেতিয়েনের জন্য অবশ্যই ভাল কোন বার্তা বয়ে নিয়ে আসতো না। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবার লা লিগার ম্যাচকে সামনে রেখে সেতিয়েন মেসি, সার্জিও বাসকুয়েট ও জেরার্ড পিকেকে দলের বাইরে রেখেছিলেন। আর সে কারনেই মূল একাশে সুযোগ পেয়েছিলেন তরুন আনসু ফাতি, রিকি পুইগ ও কার্লেস পেরেজ। দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া ১-০ গোলে লোগরোনেসকে এবং টেনেরিফ লা লিগার ক্লাব রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়েছে।