মেঘদল ব্যান্ড ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন রাশিদ শরীফ শোয়েব

0
184

খুলনাটাইমস বিনোদন: দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক ছেদ করে ‘মেঘদল’ ব্যান্ড ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য রাশিদ শরীফ শোয়েব। গত তিন মাস আগে দলটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেও সোমবার শোয়েব তার ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান। হঠাৎ এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শোয়েব বলেনÑতিন মাস আগে মেঘদল ছেড়েছি। যে ভালোবাসার কারণে দীর্ঘ ১৮ বছর মেঘদল করেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারণে তা নষ্ট হয়ে যাচ্ছিল। আর সে কারণেই সরে আসা। তিন মাস পর এই ঘোষণা দেওয়া প্রসঙ্গে শোয়েব লিখেনÑমেঘদলের কর্মকাÐে আমার অনুপস্থিতি দেখলে হয়তো সবাই ব্যাপারটা এমনিতেই জেনে যাবে। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটা শুধু দীর্ঘায়িতই হচ্ছে। আর মেঘদল থেকেও যেহেতু গত তিনমাসে কোনো ঘোষণা আসেনি সেহেতু সবাইকে জানিয়ে দেওয়ার দায়টা আমাকেই নিতে হলো। ভক্তদের প্রতি আহŸান জানিয়ে শোয়েব লিখেনÑব্যান্ড ছাড়া ইদানীং একটা ‘হটকেক’ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেঘদলের ভক্তরা নিশ্চয় এমনটা করবেন না। আমি মেঘদলের ভক্তদেরকে নিয়ে গর্ব করি, মেঘদলের প্রতি আপনাদের ভালোবাসাকে স্যালুট জানাই। মেঘদল ভক্ত হিসেবে আজ থেকে আমিও আপনাদের দলে। শোয়েবের ঘোষণার পর ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শিবু কুমার শীল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেনÑ‘মেঘদল’ শোয়েবকে হারালো। এই হারানো নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ মেঘদলের প্রতিটি সদস্য, শ্রোতার জন্য। প্রায় দেড় যুগের পথচলা আমাদের। তার এই চলে যাওয়া আমাকে কষ্ট দিচ্ছে, এজন্য যে আমি একজন সহযোদ্ধা হারালাম। ২০০২ সালে যাত্রা শুরু করে মেঘদল। এরপর তরুণদের মাঝে জায়গা করে এই ব্যান্ডের গান। দলটির বর্তমান লাইন আপ হলোÑশিবু কুমার শীল (কথা-সুর-কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা-সুর-কণ্ঠ), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেইস), তানভির দাউদ রনি (কিবোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন)।