মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত পোস্টকার্ড বিতরণ শুরু

0
248

খুলনাটাইমস ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত পোস্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী সম্বলিত এই পোস্টকার্ড হস্তান্তর করেন। এরই মধ্য দিয়ে দেশব্যাপী পাঁচ কোটি পরিবারের প্রতিটি পরিবারের প্রধানের হাতে এই পোস্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু হলো। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত শুভেচ্ছা বাণী সম্বলিত এই পোস্টকার্ড ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে ডাক বিভাগ দেশের পাঁচ কোটি পরিবারের প্রধানের হাতে পৌঁছে দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।