লক্ষ্মীপুরে বিদ্যুতের মিটার বিস্ফোরণে আগুন, পুড়েছে ৯ ঘর

0
297

খুলনাটাইমস: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে আগুন লেগে একটি বাড়ির নয়টি ঘর পুড়ে গেছে। রামগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোতালেব জানান, উপজেলা করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বৃহস্পতিবার সকাল ৮টায় লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এলাকাবাসী জানায়, দিনমজুর বাহার মিয়ার ঘরের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়।পরে মিটারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে বাহার মিয়ার ঘরসহ পাশের ঘর গুলোতে আগুন ছড়িয়ে পড়ে।পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মোতালেব বলেন, আগুনে দিনমজুর বাবুল মিয়ার ঘরে রাখা নগদ এক লাখ টাকা এবং কৃষক শাহাজাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রিকশা চালক রাছেল, শাহ আলম সালেহ আহম্মেদের বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।