মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা- ডিআইজি মহিদ উদ্দীন

0
198

আব্দুর রব লিটু,দেবহাটা: সমাজ থেকে মাদক সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে পুলিশ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে বর্তমান সরকারের পাশাপাশি পুলিশ সদস্যরাও কাজ করে যাচ্ছে।অপরাধ করলে কেহ ছাড় পাবেনা। এ সব কথা বলেছেন, খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দীন বিপিএম (বার) । শনিবার দুপুরে দেবহাটার সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী র‌্যালী ও আট দলীয় লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন আরো বলেন, মাদকাসক্ত কিংবা সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে জড়িত ব্যাক্তি একটি পরিবার তথা সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। এধরনের অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন তিনি। একইসাথে মাদক বিরোধী এমন কর্মসূচীর আয়োজন এবং সম্মাননা দেয়ার আয়োজক কর্তৃপক্ষসহ সকলকে ধন্যবাদ জানান তিনি।সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবার আয়োজিত উক্ত ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে এবং ঢাকাস্থ ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাজহারুল আনোয়ারের পরিচালনায় সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক ছাত্রনেতা ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত ছিল দেবহাটা প্রেসক্লাব। পাশাপাশি খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল সখিপুর মিতালী সংঘ ও উদয়ণ সংঘ। উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল না পাওয়ায় টাইব্রেকারে ৫-৪ গোলে ইশ্বরীপুর ফুটবল একাদশকে হারিয়ে গোপালগঞ্জ ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করেছে।