মাদকের ছোবল থেকে যুব সমাজ দুরে রাখতে বাগেরহাটে প্রত্যন্ত গ্রামে ক্রিকেট একাডেমি

0
394

বাগেরহাট প্রতিনিধি:
মাদক থেকে যুবকদের দূরে রাখতে ও ভাল খেলোয়াড় তৈরি করতে প্রত্যন্ত গ্রামেও গড়ে উঠেছে ক্রিকেট একাডেমি। যেখানে শিশু-কিশোর, যুবকরা প্রশিক্ষণ নিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করছে। সাইনবোর্ড স্পোর্টিং ক্রিকেট একাডেমী নামে এমনই একটি একাডেমী গড়ে উঠেছে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায়। চার মাস আগে শুরু হওয়া এই একাডেমিতে এখন ১৮ জন শিশু কিশোর প্রশিক্ষণ নিচ্ছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিনই শিশু-কিশোররা আসছেন এই একাডেমিতে। সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বুধবার) বিকেলে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কঠোর অনুশীলন। ভাল ক্রিকেটার হওয়ার স্বপ্নে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন এলাকার অনেকে। স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান বাবুর পৃষ্ঠপোষকতায় ক্রিকেটার মো. হাসান শিকদার এ একাডেমী গড়ে তুলেছেন। এখানে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন গাজী টায়ার ক্রিকেটারর্স হান্ট-২০১৭ প্রতিযোগিতায় ব্যাটস্ম্যান ও উইকেট কিপারর্স ক্যাটাগরিতে দেশ সেরা ক্রিকেটার মো. হাসিবুল ইসলাম। যিনি এখন খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে নিয়মিত খেলছেন। তিনি চেষ্টা করছেন নিজ এলাকার ছেলেদের ভাল ক্রিকেটার হিসেবে গড়ে তোলার। তার প্রশিক্ষণ পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণার্থীরা জানান, নিজ এলাকায় এমন একটি প্রশিক্ষণ সেন্টার হবে তা কখনও ভাবতে পারিনি। এই প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করব।প্রশিক্ষণার্থী গাজী রাফিউশান বলেন, ‘ছোট বেলা থেকে স্বপ্ন ছিল ক্রিকেটার হব। কিন্তু গ্রামে বড় হওয়ার কারণে কোনো সুযোগ সুবিধা পাইনি প্রশিক্ষণ নেওয়ার। তারপরও নিজ প্রচেষ্টায় খেলা চালিয়ে গেছি। এরমধ্যে গেল কিছু দিন আগে সাইনবোর্ড স্পোর্টিং ক্রিকেট একাডেমী কার্যক্রম শুরু করে আমি সেখানে ভর্তি হই। প্রশিক্ষণ নিয়ে খুবই উন্নতি হচ্ছে আমার। বর্তমানে আমি জেলা ক্রিকেট দলে অনুর্ধ্ব ১৮ টিমে ব্যাটর্সম্যান ক্রিকেটার হিসেবে খেলছি। আশা করি আরও বড় জায়গায় খেলার সুযোগ পাব।’প্রশিক্ষণার্থী আছাদুল্লাহ গালিব বলেন, সাইনবোর্ড স্পোর্টিং ক্রিকেট একাডেমীতে প্রশিক্ষণ নিয়ে আমি ক্রিকেট সম্পর্কে জেনেছি। ক্রিকেটার হওয়ার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আশা করি আমরা এখানে প্রশিক্ষণের মাধ্যমে ভাল ক্রিকেটার হতে পারব।
একাডেমির প্রশিক্ষক মো. হাসিবুল ইসলাম বলেন, ভাল ক্রিকেটার হওয়ার জন্য ছোটবেলা থেকেই চেষ্টা করা প্রয়োজন। এ জন্য বয়স ভিত্তিক (এজ লেভেল) ক্রিকেটে অংশগ্রহণ প্রয়োজন। আর প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ছোটবেলা থেকেই প্রশিক্ষণ নিতে হবে, তাহলে একসময় ভাল জায়গায় খেলার সুযোগ পাবে। তিনি আরও বলেন, ‘আমরা যখন খেলেছি, এলাকায় কোন ভাল প্রশিক্ষণের সুযোগ ছিল না। সেই অভাব থেকে সাইনবোর্ড স্পোর্টিং ক্রিকেট একাডেমীতে প্রশিক্ষণ প্রদান করছি। যাতে আমাদের এলাকার ছেলেরা ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং ভাল খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরতে পারে। সাইনবোর্ড স্পোর্টিং ক্রিকেট একাডেমির পরিচালক মো. হাসান শিকদার বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর, যুবকরা মাদক ও ভার্চুয়াল নেশায় ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারা যদি খেলাধুলার মধ্যে থাকত তাহলে তারা এধরনের খারাপ কাজে যেতে পারত না। তাই এলাকার শিশু, কিশোর ও যুবকদের একটু ভাল পথে নিতে এবং ভাল ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে ক্রিকেট একাডেমী গড়ে তুলেছি। বর্তমানে ভাল সাড়া পাচ্ছি। আশা করি এই একাডেমি থেকে একদিন জাতীয় দলের ক্রিকেটার তৈরি হবে। একাডেমীতে ভর্তির জন্য যা প্রয়োজন: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। ভর্তির সময় শিক্ষার্থী ২০০ টাকা ফি দিয়ে যেকোন সময় ভর্তি হতে পারবেন। প্রতিমাসে ৩০০ টাকা বেতনে প্রশিক্ষণের সুযোগ পাবেন শিশু-কিশোররা।#