মহানগর বিএনপির বিবৃতি

0
212

খবর বিজ্ঞপ্তি:
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়েরকৃত মামলায় পিরোজপুর আওয়ামী লীগের সভাপতি এম এ আওয়াল ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের প্রেক্ষিতে পিরোজপুরের দায়রা জজকে তাৎক্ষণিক বদলী এবং কয়েক ঘন্টার মধ্যে বিচারক পরিবর্তন করে ভারপ্রাপ্ত জজকে দিয়ে জামিন মঞ্জুরের ঘটনায় হতভম্ব, বিস্ময় এবং ক্ষুদ্ধতা ও উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। এধরণের ন্যাক্কারজনক ঘটনা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে বিরল নজীরবিহীন এবং দলবাজির ভয়াবহ দৃষ্টান্ত বলে খুলনা মহানগর বিএনপি মনে করে। একইসাথে মানবিক কারণে অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবী করেছে তারা।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।