ভারতের কাছে ৪৫০ মিনিয়ন সহায়তা পাচ্ছে শ্রীলঙ্কা

0
216

খুলনাটাইমস বিদেশ : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর হঠাৎ ভারত সফরে যান গোটাবায়া রাজাপাকসে। যেখানে তিনি নয়া দিল্লি সরকারের কাছ থেকে ৪৫০ মিলিয়ন বা প্রায় ৪৫ কোটি ডলারের ঋণ সহায়তা নিতে যাচ্ছেন। গত শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কাকে এই আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন। যার মধ্যে সন্ত্রাসবাদ দমনের খাতেই দেওয়া হবে প্রায় ৫ কোটি ডলার। নবনির্বাচিত লঙ্কান প্রেসিডেন্টের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার পর এ কথা জানান নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, এবার দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের দীর্ঘ দিনের দাবি পূরণ, নিরাপত্তা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি, মৎস্য শিকারিদের ঠিকানা সংক্রান্তসহ বিভিন্ন বিষয়। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমি লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিশ্চিত করেছি, তার দেশকে এগিয়ে যেতে পূর্ণ সহায়তা করবে ভারত। যার অংশ হিসেবে এবার শ্রীলঙ্কাকে ৪০ কোটি ডলার সাহায্য করা হবে। এর সঙ্গে সন্ত্রাস দমনের জন্য আরও ৫ কোটি ডলার দেওয়া হবে।’ জবাবে লঙ্কান প্রেসিডেন্ট বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখানে আমরা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি।’ গোটাবায়া আরও বলেন, ‘আমি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উঁচু স্থানে দেখতে চাই।’