ব্রাজিলে হাসপাতালে আগুনে নিহত বেড়ে ১১

0
260

ব্রাজিলের রিও দে জেনেইরো শহরের বাদিম হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।গত বৃহস্পতিবারের ওই অগ্নিকান্ডে প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ২ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন।আগুন নেভাতে গিয়ে ৪ দমকলকর্মীও আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রুদ্ধশ্বাস আতঙ্ক সৃষ্টি হয়েছিল। “অনেকেই হাসপাতালের ভেতর থেকে লাফ দিয়ে বাইরে বের হতে চেষ্টা করেছিলেন। ভয়াবহ ধোঁয়ায় অনেকেই চিৎকার করছিলেন। সেখানে থাকা নার্স ও চিকিৎসকরা সবাইকে বাইরে বের করে আনতে চেষ্টা করছিলেন,” বলেছেন হাসপাতালের কাছাকাছি একটি বাড়ির বাসিন্দা ফাতিমা শেভিয়ের।টেলিভিশনের ছবিতে আগুন লাগার পর রোগীদের হাসপাতালের বেডে শুইয়ে রাস্তায় বের করে আনার চিত্র মিলেছে; অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত রোগীদের পাশে মেডিকেল সরঞ্জামাদিসহ হাসপাতালটির চিকিৎসক ও নার্সরাও ছিলেন।গত বছর ভয়াবহ আগুনে রিও দে জেনেইরোতে অবস্থিত ব্রাজিলের জাতীয় জাদুঘরও পুড়ে ছাই হয়ে গিয়েছিল; সেবারের অগ্নিকান্ডে প্রাণহানি না হলেও পুড়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ অনেক প্রতুতাত্তি¡ক নিদর্শন।বৃহস্পতিবার আগুন লাগার সময় হাসপাতালে ১০৩ জন রোগী ভর্তি ছিলেন বলে বাদিম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে ৯০ জনকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।