স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে বন্যায় ৫ জনের মৃত্যু

0
296

খুলনাটাইমস বিদেশ : তুমুল বৃষ্টিপাতের পর স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।ভ্যালেন্সিয়া, মুরসিয়া ও আন্দালুসিয়ার পূর্ব অংশের নদীগুলোর পানি উপচে পড়ার পর এ বন্যা দেখা দেয়।পানির তোড়ে ভেসে যাওয়া গাড়িতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে; পানিভর্তি টানেলে আটকা পড়ে মারা গেছেন একজন। ভ্যালেন্সিয়ার রেদোভান গ্রামে পাওয়া গেছে অপরজনের মৃতদেহ।টানা বৃষ্টিপাত ও বন্যায় অসংখ্য সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে বিবিসি জানিয়েছে।মুরসিয়া ও আলমেইরার দুটি বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় অনেক ভ্রমণকারীও আটকা পড়েছেন।দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের অনেক রেলপথ ও অসংখ্য স্কুল বন্ধ করে দেওয়ায় কেবল ভ্যালেন্সিয়াতেই প্রায় ৭ লাখ শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে।আটকে পড়াদের উদ্ধারে এরইমধ্যে পুলিশ, দমকল ও সেনাবাহিনীর কয়েক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে; অনেক এলাকায় নৌকা এবং হেলিকপ্টারও ব্যবহৃত হচ্ছে।