বুধহাটা কেজি স্কুলে মুজিব বর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা

0
241

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে মুজিব বর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকমন্ডলীর সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন, বুধহাটা এবিসি কেজি স্কুলের পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা জেলা বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, অত্র স্কুলের প্রধান শিক্ষক আলমিন হোসেন ছোট্টু, সহকারি শিক্ষক মুক্তা আক্তারী, ইয়াসিন আলী, রাফিজা খাতুন, আমিনুর রহমান, শেখ আখতারুজ্জামান, পাপিয়া সরকার, তাসলিমা খাতুন, শামীমা আক্তার জবাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় দৌঁড়, গণিতে মেধা যাচাই, ব্যাঙ লাপ, মার্বেল দৌঁড়, বল নিক্ষেপ, লম্বা লাপ, চেয়ারে বসা, বালিশ ছোড়াসহ দেশীয় বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র স্কুলের সহকারী শিক্ষক আছাফুরর রহমান। আগামী রবিবার স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আউটডোর ও ইনডোরের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।