বিভিন্ন যুদ্ধে ৮০ লাখ মানুষ হত্যায় আমেরিকা ভূমিকা রেখেছে: জেনারেল সালামি

0
340

খুলনাটাইমস ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, যেকোনো আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। তিনি গতকাল শনিবার তেহরানে আমেরিকার সাবেক দূতাবাসের নিরাপত্তা দেওয়ালে চিত্রকর্ম উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন। মার্কিন সাবেক দূতাবাসকে ইরানিরা মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে অভিহিত করে থাকে। মেজর জেনারেল সালামি আরও বলেছেন, ইরানি জাঁতি বর্তমানে তার ইতিহাসের সর্বোত্তম সময় অতিক্রম করছে। এটা এখন ইরানিদের স্বর্নালী যুগ। তিনি বলেন, বর্তমানে ইরান বিশ্বের একটি শক্তিশালী দেশ। শত্রুরা যেখানেই ইরানের বিরুদ্ধ কোনো পদক্ষেপ নিতে যাবে সেখানেই তাদেরকে ধ্বংস করা হবে।
জেনারেল সালামি বলেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের মানুষের জন্য কল্যাণ ও মুক্তির বার্তা-বাহক এবং মজলুমদের জন্য আশ্রয়স্থল।
তিনি আরও বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভের পর আমেরিকা দুর্বল হয়ে পড়েছে। বিশ্বের সব বড় যুদ্ধেই আমেরিকা সরাসরি অথবা পরোক্ষভাবে প্রধান ভূমিকা রেখেছে এবং এর ফলে ৮০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে আমেরিকা যেসব দাবি করছে সেগুলোকে মিথ্যা আখ্যায়িত করে তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এর আগে স্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জঙ্গিগোষ্ঠী দায়েশ বা আইএস’র প্রতিষ্ঠাতা।