বিপর্যয়ের আরেক নাম ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

0
101
বিপর্যয়ের আরেক নাম ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

টাইমস বিদেশ : ফেসবুক, টুইটারের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গত বছরের অক্টোবরে নতুন একটি অ্যাপ চালুর ঘোষণা দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর চলতি বছরের ফেব্রæয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট’স ডে-র দিন চালু হয় ‘ট্রুথ সোশ্যাল’ নামের অ্যাপটি। কিন্তু অ্যাপটি এখনো নানাবিধ সমস্যায় জর্জরিত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ট্রুথ সোশ্যাল অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় দেড় কোটি মানুষ। কিন্তু তাদের বেশির ভাগই অ্যাপটি ব্যবহার করতে পারছেন না। ট্রুথ সোশ্যাল দেখতে অনেকটা টুইটারের মতো। গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালানোর পর সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে নিষিদ্ধ করে টুইটার। সমালোচকদের দাবি, নিষিদ্ধ হওয়ার কারণেই টুইটারের অনুকরণে নতুন অ্যাপ এনেছেন ট্রাম্প। বিবিসি জানায়, ট্রুথ সোশ্যাল দেখতে টুইটারের মতো হলেও এটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ওয়েব ব্রাউজার বা যুক্তরাষ্ট্রের বাইরে বেশির ভাগ মানুষের কাছে উপলব্ধ নয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড পলিটিক্সের পরিচালক ড. জোশুয়া টাকারের মতে, ‘এটি (ট্রুথ সোশ্যাল) একটি বিপর্যয়।’ আর নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের কাছের একজন বলেন, ‘এই অ্যাপ নিয়ে কী ঘটছে, তা কেউই জানে না।’
গত ২১ ফেব্রæয়ারি অ্যাপ স্টোরে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপের মধ্যে একটি ছিল ট্রুথ সোশ্যাল। কিন্তু যারা এটি ডাউনলোড করেছেন, তাদের অনেকেই এটি ব্যবহার করতে পারেননি। অনেকের ধারণা ছিল, এ সমস্যাটি দ্রæতই সমাধান করা হবে এবং ট্রাম্প সেখানে বিভিন্ন ‘সত্য’ ঘটনা প্রকাশ করবেন। কিন্তু এর কোনো কিছুই ঘটেনি। সিমিলার ওয়েবের তথ্যানুসারে, বিশ্বের ১০টি সর্বাধিক ডাউনলোড করা অ্যাপের মধ্যে রয়েছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুক। তবে শীর্ষ ১০০ অ্যাপের মধ্যেও নেই ট্রুথ সোশ্যাল।