ভারতে ৭১৪ দিন পর সর্বনিম্ন করোনা সংক্রমণ

0
108
ভারতে ৭১৪ দিন পর সর্বনিম্ন করোনা সংক্রমণ

টাইমস বিদেশ : ভারতে গত ৭১৪ দিন পর রেকর্ড পরিমাণ এক হাজারের চেয়েও কম রোগী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদিকে দেশটিতে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জন। দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে রয়েছে ১৩ হাজারের কম রোগী। গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে সর্বশেষ করোনা সংক্রমণের সংখ্যা ভারতে ৭১৪ দিন পর সর্বনিম্ন। আজ সকাল ৮টায় নবায়ন করা তথ্যে জানা যায়, আরো ১৩ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২১ হাজার ৩৫৮ জন। ভারতে মোট করোনা সংক্রমণের তুলনায় মাত্র ০.০৩ শতাংশ রোগী বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে। তবে দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭৬ শতাংশে উন্নীত হয়েছে। ভারতে এক হাজারের চেয়ে কম করোনা সংক্রমণের ঘটনা ঘটেছিল সর্বশেষ ২০২০ সালের ১৮ এপ্রিল। ওই দিন ৯৯১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। সূত্র: এনডিটিভি।