বার্সেলোনায় যোগদান বিষয়ে নিশ্চুপ জাপানী টিনএজ নিশিকাওয়া

0
261

খুলনাটাইমস স্পোর্টস : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে কোন রকম যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন জাপানের তরুণ আন্তর্জাতিক ফুটবল তারকা জুন নিশিকাওয়া। তবে তিনি বলেছেন যে বন্ধুদের মাধ্যমে তিনি শুনেছেন যে বার্সেলোনা তাকে চুক্তিবদ্ধ করানোর বিষয়ে আগ্রহী। জে লীগের ক্লাব চেরেজো ওসাকায় স্থায়ী আসন লাভ করাই নিজের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন ১৭ বছর বয়সি এই আক্রমনাত্মক মিডফিল্ডার। ইতোমধ্যে অনুর্ধ-১৭ ও অনুর্ধ-২০ বিশ্বকাপ ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করেছেন নিশিকাওয়া। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন,‘ গতকাল সকালে আমাকে নিয়ে লেখা সংবাদ আমি পড়েছি। বন্ধুরাই আমাকে বিষয়টি জানিয়েছে। তবে এ বিষয়ে আমি এখনো আলাদা কিছু ভাবিনি।’ অবশ্য বয়স ১৮ বছর পুর্ন হবার আগে বিদেশী দলে যোগ দেয়ার সুযোগ নেই তার। যদিও আগামী মাসে ১৮ বছরে পদার্পন করবেন নিশিকাওয়া। ফলে আগামী গ্রীষ্মকালীন দল বদলের সময় বিদেশে যাবার সুযোগ সৃস্টি হবে তার। জাপানী এই উদীয়মান তারকা বলেন,‘ এই মুহুর্তে আমার ভাবনা জুড়ে রয়েছে চেরেজো। ওই ক্লাবেই একটি স্থায়ী আসন লাভ করতে চাই।’ স্প্যানিশ গণমাধ্যমের বদৌলতে নিশিকাওয়ার বিষয়ে জানতে পেরেছে বার্সেলোনা। যেখানে আরেক জাপানী তরুন হিসেবে তার সংবাদ ফলাও করে প্রচার করা হয়। এর আগে বার্সেলোনা ‘বি’ দলে যোগ দিয়ে দারুন প্রশংসা কুড়িয়েছেন আরেক জাপানী হিরোকি আবে। গত গ্রীষ্মে জাপাানের কাশিমা অ্যান্টলার্স থেকে কাতালান ক্লাবে যোগ দিয়েছেন তিনি। ক্যাম্প ন্যু থেকে প্রস্তাব আসলে কি করবেন জানতে চাইলে নিশিকাওয়া বলেন,‘ যখন প্রস্তাব আসবে তখনই আমার নিজের অনুভুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেব। এই মুহুর্তে আমি চেরেজোর হয়ে খেলে যেতে চাই।’