সাফল্যের তীব্র ক্ষুধাতেই আজকের রোনালদো

0
307

খুলনাটাইমস স্পোর্টস: অনেকের কাছেই তিনি বর্তমান সময়ের সেরা ফুটবলার। লিথুয়ানিয়ার বিপক্ষে দূর্দান্ত পারফরম্যান্সের পর স্বীকৃতিটা জাতীয় দল সতীর্থ মারিও রুইয়ের কাছ থেকেও পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সাফল্যের তীব্র ক্ষুধাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন পর্তুগিজ এই লেফট-ব্যাক। ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বৃহস্পতিবার লিথুয়ানিয়ার বিপক্ষে পর্তুগালের ৬-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন রোনালদো। এই জয়ে ইউরোর মূল পর্বে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রেখেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচের পর রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেন নাপোলির হয়ে খেলা রুই। পর্তুগালের সর্বোচ্চ গোলের মালিক ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাছে দলের প্রত্যাশা অনেক বলেও জানান তিনি। “সে বিশ্বের সেরা ফুটবলার। জিততে কখনও সে ক্লান্ত হয় না, সবসময় আরও বেশি চায়। আর আজ সে যে অবস্থানে আছে তা এই ক্ষুধার কারণেই হয়েছে।” “আমরা তাকে দলে পেয়ে আনন্দিত। আশা করি, এতদিন পর্যন্ত সে যেভাবে আমাদেরকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছে, সেভাবেই সে খেলে যাবে।” সাম্প্রতিক সময়ে ইউভেন্তুসের জার্সিতে ঠিক ছন্দে দেখা যাচ্ছিল না রোনালদোকে। শেষ দুই ম্যাচে পুরো সময় খেলার সুযোগও পাননি তিনি। সবশেষ গত শনিবার এসি মিলানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের দশম মিনিটেই তাকে তুলে নেন ইউভেন্তুস কোচ মাওরিসিও সাররি। তাকে এত আগে তুলে নেওয়ার পেছনে পরে যে ব্যখ্যা দেন সাররি তাতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে। সেসবের জবাব যেন দুর্দান্ত হ্যাটট্রিকে দিয়ে দিলেন রোনালদো।এবারের ইউরো বাছাইপর্বে রোনালদোর গোল দ্বিতীয় ১০টি। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল হলো ৯৮টি। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দাইয়ের (১০৯টি) থেকে আর মাত্র ১১ গোল দূরে তিনি।