বাগেরহাটে মাল্টি-ষ্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা

0
225

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌরসভা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিকতা হয়ে কাজ করতে হবে। বাগেরহাট পৌরসভাকে আধুনিক মানের পৌরসভা গড়ে তুলতে পৌরসভার বজ্র ও পয়নিঃষ্কাশন এবং পরিস্কার পরিচ্ছন্নতা কাজে ইকুবমেন্ট ব্যবহার করার আহবান জানানো হয় সভায়। বৃহস্পতিবার বাগেরহাট পৌরসভা কার্যালয়ে প্রাকটিক্যাল এ্যাকশন এর সহযোগিতায় কর্মজীবি নারী সংগঠনের উদ্যোগে মাল্টি -ষ্টেকহোল্ডার সমন্বয় সভায় কমিটির বক্তারা এসব কথা বলেন।
বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার এ বাকীর সভাপতিত্বে মাল্টি -ষ্টেকহোল্ডার সমন্বয় সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, রেজাউল হক রিজভী, বাগেরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আজাদ, শরিফা আক্তার স্বপ্না, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, শাহনেওয়াজ দোলন, নাসির উদ্দিন, সাংবাদিক আলী আকবর টুটুল, পৌর কর্মকর্তা রফিকুল ইসলাম মিঠু, প্রাকটিক্যাল অ্যাকশন এর প্রকল্প কর্মকর্তা রাজিব কুমার রায়, কর্মজীবী নারীর ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ রুবেল আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পৌরসভার কর্মজীবি নারীরা।