বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধে কিশোর- কিশোরী ও যুবদের নিয়ে কর্মশালা

0
260

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধে কিশোর-কিশোরী ও যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফ এর সহযেগিতায় কিশোর কিশোরী ও যুবদের নিয়ে এই এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিসেফ এর জেলা সমন্বয়কারী মো. তাজুল ইসলাম এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ইউনিসেফ খুলনার কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার উম্মে হালিমা।
স্থানীয় সরকার বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, সহকারী কমিশনার মোঃ আলীমুজ্জামান মিলন, স্কাউট বাগেরহাটের কমিমনার হায়দার আলী বাবু, স্কাউট বাগেরহাটের সাধারন সম্পাদক শেখ আকরাম হোসেন প্রমূখ। কর্মশালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কর্মশালার সার্বিক বিষয়ব¯ু‘ উপস্থাপন করেন। কর্মশালায় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার স্কাউটের ১১০ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বাল্য বিবাহের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং এটি প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান প্রদান করেন।