বাগেরহাটে প্রথম দিনে করোনা ভাইরাসের টিকা নিলেন ডিসি, এসপি, সাংবাদিকসহ সরকারি কর্মকর্তারা

0
169

বাগেরহাট প্রতিনিধি:
বিশ^মহামারি করোনা ভাইরাসের প্রথম ধাপের টিকাদান কর্মসূচি বাগেরহাটে শুরু হয়েছে। রবিবার বেলা ১১ টায় বাগেরহাট সদর হাসপাতালে জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক নিজে নির্ধারিত বুথে গিয়ে প্রথম করোনা টিকা গ্রহণ করেন। এরপর পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরসহ স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীরা টিকা নেন। প্রথম ধাপের এই টিকা পাবেন সম্মুখ সারির করোনা যোদ্ধারা। তারমধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মচারি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গনমাধ্যমকর্মী ও মুক্তিযোদ্ধারা। আর যাদের বয়স ৫৫ বছরের উর্দ্ধে তারাই প্রথমধাপে টিকা নিতে পারবেন। সরকারের দেয়া ওয়েব সাইটে আবেদনের পর নিবন্ধিতরা নির্ধারিত তারিখে নির্দিষ্ট বুথে গিয়ে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবেন। বাগেরহাট জেলার ১১০টি বুথে প্রথম দিনে এক হাজার জনকে টিকা দেয়া হবে বলে জানিয়েছে এখানের স্বাস্থ্য বিভাগ। ২২০ জন টিকা প্রয়োগকারি অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী এবং ৪৪০ জন সেচ্ছাসেবী এই টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করছেন। বাগেরহাট জেলায় মোট ৪৮ হাজার ডোজ টিকা প্রয়োগ করবে স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলায় প্রথম দিনে এক হাজার জনকে করোনা ভাইরাসের টিকা দেয়া হচ্ছে। এরমধ্যে সদর হাসপাতালে ১৫০ জনকে, পুলিশ হাসপাতালে ৫০ জনকে এবং ৮টি উপজেলায় প্রতিটিতে ১০০ জনকে করে মোট ৮০০ জনকে টিকা দেয়া হবে।