কয়রায় করোনার টিকা কার্যক্রম শুরু, নিবন্ধের আহবান

0
192

কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় বহুল প্রতীক্ষিত করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এটি একটি বড় সুখবর। ৭ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের সর্বদক্ষিণের এই উপজেলায় টিকাদানের আনুষ্ঠানিক এ কার্যক্রমের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। উদ্বোধন শেষে টিকা গ্রহণ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টএইচএ) ড. সুদীপ বালা।করোনাভাইরাসের প্রথম প্রতিষেধক টিকা নিয়ে আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করেন ওই দুই প্রশাসনিক কর্মকর্তা।পরবর্তীতে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিবন্ধন অনুযায়ী করোনা টিকা নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ডিজিটাল টিকা ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’য় অনলাইনে নিবন্ধন করতে হবে টিকা গ্রহণ করতে, নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না।টিকা নেওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, নিবন্ধন করে আমি টিকা গ্রহণ করলাম। টিকা নেয়ার পর তেমন কোন অসুবিধা মনে হচ্ছে না।মন্ত্রী-এমপিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এতে জনগণ আরও উদ্বুদ্ধ হবে। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।টিকা প্রদানের মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসবে, এটাই সবার প্রত্যাশা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুদীপ বালা জানান,১ম দিন সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা নিয়েছেন ৪৫ জন। প্রথম পর্যায়ে এ উপজেলায় ১ হাজার ৪৬১ ভায়াল টিকার ডোজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছাইছে। করোনা প্রতষেধক টিকা গ্রহণের জন্য উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন রেজিস্ট্রেশন করেছেন। তিনি সকলকে করোনা প্রতিষেধক টিকা নেওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।তিনি আরও জানান প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল তিনটা পর্যন্ত টীকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে নিবন্ধিত সকল কমিউনিটির লোকদেরকে টিকা প্রদান করা হবে।