খুলনায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের নিবন্ধন শুরু

0
636

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে ফ্রি-প্রশিক্ষণের নিবন্ধনের জন্য খুলনা শহরের ১২টি স্থানে ভ্রাম্যমাণ নিবন্ধন বুথ চালু করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বুথে এ বিষয়ক প্রচারণা ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
খুলনাস্থ বিনিয়োগ উন্নয়ন কর্তূৃপক্ষের পরিচালক প্রনব কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বিনিয়োগ বিকাশের লক্ষ্য অর্জনে উদ্যোক্তা সৃষ্টিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগ্রহী উদ্যোক্তারা খুলনা নগরীর ১২টি জনবহুল স্থানের ভ্রাম্যমাণ বুথ হতে নিবন্ধনের মাধ্যমে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হতে পারবেন। নিবন্ধন কার্যক্রম ২৫ হতে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। খুলনায় ১৫টি ব্যাচে মোট ৩৭৫জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। মূলত, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ এই স্লোগান বাস্তবায়ন করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।