বর্তমান সরকার বিশ্বে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার সংগ্রাম করছে : সাংসদ হাবিুন নাহার

0
425

মোংলা প্রতিনিধি : বর্তমান সরকার চলতি বাজেটে ২০টি দপ্তরের মাধ্যমে প্রায় ১৯ হাজার কোটি টাকার জলাবায়ু বাজেট অনুমোদন করেছে যা বিশ্বের কাছে রোড মডেল। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার সংগ্রাম করছে। জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ নদী ভাংগন কবলিত উদ্বাস্তুদের সরকার পুনর্বাসন করবে। ১৩ অক্টোবর শনিবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে মংলার চিলা বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং ক্লাইমেট চেঞ্জ এ্যাকশান গ্রুপের আয়োজনে জনশুনানীতে প্রধান অতিথির বক্তৃতায় (মোংলা-রামপাল) বাগেরহাট-৩ এর সংসদ সদস্য বেগম হাবিুন নাহার এ কথা বলেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত জনশুনানীতে সভাপতিত্ব করেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম। এছাড়া এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাইমেট চেঞ্জ এ্যাকশন গ্রুপ’র সভাপতি মোঃ নূর আলম শেখ, প্রকল্প সম্বয়কারী মোঃ নাসির উদ্দিন, চিলা ইউপি সদস্য আব্দুল হালিম হাওলাদার, নদী ভাঙ্গনের শিকার নারীনেত্রী কমলা সরকার ও গীতা হালদার। জনশুনানীর আগে সকাল ১০টায় চিলা পশুর নদীর পাড়ে ক্লাইমেট চেঞ্জ এ্যাকশান গ্রুপ ও পশুর রিভার ওয়াটাকিপারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা আইপিসিসি’র প্রতিবেদনের কথা উল্ল্যেখ করে বক্তারা বলেন, কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব। তাই বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস হলেই জীবাশ্ম জ্বালানীকে না বলুন। সবার জন্য শতভাগ নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার নিশ্চিত করুন। কয়লা, তেল এবং গ্যাস ভিত্তিক নতুন কোন প্রকল্প গ্রহণ আর না। পাশাপাশি সকলের প্রতি আহ্বান ক্ষতিকর জীবাশ্ম জ্বালানীতে আর কোন বিনিয়োগ নয়। অন্যদিকে শনিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।