বঙ্গবন্ধু মানে বাঙালি জাতির অস্তিত্ব : মেয়র খালেক

0
517

খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশে ইতিহাস, বঙ্গবন্ধু মানে বাঙালি জাতির অস্তিত্ব। যারা এই অস্তিত্বকে মুছে ফেলতে ষড়যন্ত্র করবে তারা এদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত তাদের কারো লাশ পাওয়া যায়নি, আবার কারো জানাযা পর্যন্ত বাংলার মাটিতে হয়নি। প্রকৃতিই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ন্যাক্কারজনক ভাবে ওই সকল পরিবার বাঙালির কাছে ঘৃণিত হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর শেষ রক্তকে মুছে ফেলতে যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলো অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে দেশের স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।
বুধবার সন্ধ্যা ৭টায় কেডিএ অডিটেরিয়ামে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফজলুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক আলমগীর কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা টিএম আরিফ, শেখ আবিদ উল্লাহ, এ এইচ এম আলাউদ্দিন, কাউন্সিলর আমেনা হালিম বেবী, আব্দুস সালাম ঢালী, এ্যাড. আল আমিন উকিল, কামরুল ইসলাম। কবিতা আবৃতি করেন ইমরুল কায়েস। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ, শফিকুর রহমান পলাশ, চ. ম মুজিবর রহমান, শেখ নুর ইসলাম, জাহিদুল হক, মুন্সি আইয়ুব আলী, ইউসুফ আলী খান, মীর মো. লিটন, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মো. জাকির হোসেন হাওলাদার, জান্নাতুল ফেরদাউস পিকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মো. মোক্তার হোসেন, মো. রাজ্জাক হোসেন, মো. রুহুল আমিন খান, আলী আকবর, এজাজ পারভেজ বাপ্পি, মেহেজাবিন খান, তোতা মিয়া, শিপন চৌধুরী, এ্যাড. সোহেল পারভেজ, খাজা মঈন উদ্দিন, কাজী রকিবুল হক, মাহবুব মম, রেজাউল করিম, নুরজাহান রুমি, আঞ্জুমানোয়ারা বেগম, জাহানারা সিরাজ, কবিতা আহমেদ, সৈয়দা হেনা বেগম, কোহিনুর রাজ্জাক, এ্যাড. রোজীনা আক্তার, কবিতা ওসি, সাবিহা ইসলাম আঙ্গুরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।