বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানা যাবে : শেখ হারুন

0
414

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত পৃথক দুটি আলোচনা সভায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশীদ বলেছেন, বাংলাদেশ ও এদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে হলে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে। কারণ এদেশেরে মুক্তিযুদ্ধকালীন সময়ে আজকের শিক্ষার্থীরা জন্ম লাভ করেনি, অন্যদিকে দীর্ঘদিন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় না আসায় ইতিহাস বিকৃতি হয়েছে। সে কারণে বাংলাদেশ ও এদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে তিনি নবীন শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র অসমাপ্ত আত্মজীবনী বেশী বেশী করে পড়ার আহবান জানান।
শেখ হারুনুর রশিদ বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট খুলনা জেলা ইউনিট ও বটিয়াঘাটার জে.কে.এ.জি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত শোক দিবসের বিভিন্ন কর্মসুচিতে এসকল কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার দে’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি জেলা আ’লীগের সিনি: সাংগঠনিক সম্পাদক,জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নবকুমার চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানা, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান সোহাগ, সঞ্জয় মোড়ল, আজিজুর রহমান শেখ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুন্সী, ভান্ডারকোর্ট ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু ও বিদ্যালয়ের বিদায়ী সভাপতি মোঃ ফকরুল ইসলাম। উপস্থিত ছিলেন আ’লীগনেতা আলম হালদার, আব্দুস সালাম, শিক্ষক পলাশ কুমার পাল, সৈনিকলীগ নেতা মোঃ আল-আমিন, মুরাদ মলঙ্গী, মিজানুর রহমান, নাছিম আকুঞ্জী, শামীম হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মিজান শেখ, অসীম কুমার পাল, আক্তার হোসেন, আজিজুর রহমান, অর্চনা পাল, শিক্ষার্থী সরদার শাফায়েত, আসমাউল হুসনা, মুক্তা খাতুন।
শোক দিবস উপলক্ষে খুলনা জেলা রেড ক্রিসেন্ট আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট’র সেক্রেটারী এমএ রহমান বাবুল, নির্বাহী সদস্য পূর্ণীমা হোসেন, আজীবন সদস্য এসএম ফরিদ রানা, ইউনিট লেবেল অফিসার মঈনুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান, যুব রেড ক্রিসেন্ট’র মহম্মদ সনেট, আল-আমিন শেখ, পাপন হংস বনিক, মফিজুল ইসলাম, মেহেদী হোসেন, আসাদুজ্জামান, মাহমুদুল ইসলাম প্রমূখ।