ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত ৪ হাজারের বেশি

0
166

খুলনাটাইমস বিদেশ : মহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছে। গেল মে মাসের পর এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো ফ্রান্সে। খবর আল জাজিরার। বুধবার ফ্রান্সে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৭৭৬ জন। মারা গিয়েছিল ১৭ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) তার চেয়ে ১০০০ জন বেশি আক্রান্ত হয়েছে। অবশ্য মারা গেছে ১২ জন। করোনার ভয়াবহ সময়ে একদিনে ফ্রান্সে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিল। সেটা ছিল মার্চের ৩১ তারিখ। এরপর থেকে আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে কমেছে। কখনোই ৪ হাজার ৫০০ ছাড়ায়নি। মে মাসেও একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৪ হাজারের আশে-পাশেই ছিল। তিন মাসের মাথায় আবার আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙতে শুরু করলো। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা যথারীতি কমছে। বুধবার হাসপাতালে ভর্তি ছিল ১৬২ জন। বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ১৪৯ জন। ফ্রান্সে এ পর্যন্ত ২ লাখ ২৯ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩০ হাজার ৪৮০ জন। সেরে উঠেছে ৮৪ হাজার ৬৫ জন।