ফের ভারতীয় দলে পান্ডিয়া, ধাওয়ান ও ভুবনেশ্বর

0
247

খুলনাটাইমস স্পোর্টস : নিউ জিল্যান্ড সফরে হোয়াইটওয়াশড হওয়ার ক্ষত এখনও দগদগে। উপশম কিছুটা মিলতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকার কথা ভারতীয় দলের। তাদের সহায় হয়েছে ভাগ্যও। চোট কাটিয়ে এই সিরিজের দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ান। ২০১৯ সালে অভিষেকের এক বছর পর দলে ফিরেছেন তরুণ ওপেনার শুবমান গিল। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পেশির চোটে নিউ জিল্যান্ড সফরের মাঝপথে ছিটকে পড়া অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৫ জন- কেদার যাদব, শার্দুল ঠাকুর, শিবম দুবে, মোহাম্মদ শামি ও মায়াঙ্ক আগারওয়াল। অক্টোবরে পিঠের অস্ত্রোপচারের পর এতদিন পুনর্বাসনে ছিলেন পান্ডিয়া। বিশ্বকাপে সবশেষ ওয়ানডে খেলা এই অলরাউন্ডার ফিরলেন সাত মাস পর। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাহুর চোটে পড়েন ধাওয়ান। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর বাইরে ছিলেন স্পোর্টস হার্নিয়ার কারণে। জায়গা ধরে রেখেছেন তরুণ ওপেনার পৃথ্বী শ ও পেসার নবদিপ সাইনি। সুনিল যোশির নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটির গড়া প্রথম দল এটিই। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ১২ মার্চ ধর্মায়। বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ, লক্ষ্নৌ ও কলকাতায়। ভারত ওয়ানডে দল: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মনিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, নবদিপ সাইনি, কুলদিপ যাদব, শুবমান গিল।