ফাহাদ হত্যার বিচার দাবিতে ঐক্যফ্রন্টের কর্মসূচি উদ্বোধন

0
282

খুলনাটাইমস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচারের দাবিতে ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ কর্মসূচি পালন ও উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব। আ স ম আবদুর রব বলেন, বর্তমানে ছাত্রলীগ নয় এটা হচ্ছে গু-ালীগ। এই গু-ালীগের গু-ামি বন্ধ করতে হবে। এই সরকার জনগণের অধিকার হরণ করেছে। বাংলাদেশ গু-ামি করে কোনো সরকার টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না তিনি আরও বলেন, সরকার স্বাধীনতার চেতনাকে ও আইনের শাসনকে খুন করেছে, এই সরকার শুধু ফাহাদকে খুন করেনি, এখনো প্রতিদিন খুন হচ্ছে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জেলা-উপজেলায় পাড়া-মহল্লায় ছাত্রলীগের টর্চার সেল রয়েছে। গু-ালীগ, হাতুড়ি লীগের অত্যাচার থেকে জনগণকে রক্ষা করতে হবে। বর্তমান শুদ্ধি অভিযান প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রিমান্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট যে তথ্য দিয়েছে সেগুলো প্রকাশ করুন। স¤্রাট কাদের নাম বলেছেন জাঁতি তা জানতে চায়। ওয়ার্ড কমিশনারদের ধরে লাভ হবে না রুই-কাতলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, গণফোরামের নির্বাহী সম্পাদক অধ্যাপক আবু সাঈদ, বিকল্পধারা বাংলাদেশের শাহ আলম বাদল, নুরুল আমিন বেপারী, আমসা আমিনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ফাহাদ হত্যার দ্রুত বিচার দাবিতে সারাদেশে ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ গ্রহণ করে ডিসেম্বর মাসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রদর্শন করা হবে বলেও নেতারা তাদের বক্তব্যে জানান।