পিছিয়ে পড়া জনগোষ্টিকে বাদ রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়-জেলা প্রশাসক হুমায়ুন কবির

0
120

দেবহাটা প্রতিনিধি: পিছিয়ে পড়া জনগোষ্টির কাউকেই বাদ রেখে উন্নত দেশ গড়া সম্ভব নয়। দেবহাটায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উন্নত দেশ ও জাতী গঠনে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এ দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সরকার নানামূখি উন্নয়ন হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী সহ সমাজে পিছিয়েপড়া মানুষের ভাগ্যের উন্নয়ন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকারের আগামী ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষমাত্রা বাস্তবায়ন করতে হলে কাউকে পিছিয়ে রেখে সেটি সম্ভব নয়। তিনি আরো বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টির মধ্যে প্রতিবন্ধীরা আগের দিনে পিছিয়ে থাকলেও বর্তমান সময়ে প্রতিবন্ধীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সরকার । এমনকি প্রতিবন্ধীদের ভাতার পাশাপাশি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে। যার ফলে প্রতিবন্ধীরা সাধারন মানুষের পাশাপাশি শিক্ষা ও চাকুরিতে ভূমিকা রাখছে। তাই এই মানুষদের জন্য বর্তমান সরকারের পাশাপাশি বিভিন্ন বে-সরকারি প্রতিষ্ঠান কাজ করছে। আমি বলবো প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের দেশকে অতি অল্প সময়ে উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে। ূরবিবার সকালে ইপিলিয়ন গ্রুপের সহায়তায় ডিজেবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে হাদিপুর আঞ্চলিক কার্যালয়ে ১ হাজার প্রতিবন্ধী পরিবারে শীতবস্ত্র (কম্বল ও জ্যাকেট) বিতরন করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, উপদেষ্টা স্বপনা রেজা প্রমুখ উপস্থিত ছিলেন ।